1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

ছাত্র/ছাত্রীরা জীবনের শুরুতেই সঞ্চয় করা শিখুক,শরীফ মোঃ তাহাওয়ার হোসাইন) বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন 2025 অনুষ্ঠিত,

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৩৫২ বার পড়া হয়েছে


ফয়ছল জামিল সিলেট।

বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার উদ্যোগে স্কুল ব্যাংকিং ক্যাম্পেইন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়য়ের এলবিগ্রীন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি ব্যাংক সিলেট এর মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক, শরীফ মো. তাহাওয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের ছাত্র/ছাত্রীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। জীবনকে সুন্দর করতে, সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে, সু শিক্ষা ও সুন্দর পরিবেশের পাশা পাশি ছাত্র/ছাত্রীদের একটি আর্থিক সঞ্চয়ের প্রয়োজন রয়েছে। তাদের অদূর ভবিষ্যৎকে সুন্দর করতে ও তাদেরকে আর্থিক সঞ্চয়ের আগ্রহী করে তুলতে আমরা বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনায় স্কুল ক্যাম্পেইনের আয়োজন করেছি।
বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার কর্মকর্তা এ এন এম সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চলনায় ও বাংলাদেশ কৃষি ব্যাংক গোলাপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এল বি গ্রীন ফ্লাওয়ার প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি হাফিজুর রহমান তারেক, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ আলতাফুর রহমান টিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রী বৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ ইমরান আহমদ। বক্তব্য রাখেন বিকেবি কর্মকর্তা আফসারুজ্জামান।
কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহন কারী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। প্রধান অতিথি ছাত্র /ছাত্রী ছাড়াও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের জন্য একটি বিশেষ সুবিধার কথা উল্ল্যেখ করেন।
যে আগামী ১৯জুনের মধ্যে যদি প্রবাসীরা কৃষি ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে ব্যাংকের পক্ষ থেকে বোনাস ছাড়াও লটারীর ব্যবস্থা করা হয়েছে। এতে চাইলে সকল প্রবাসীরা অংশ গ্রহন করতে পারেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট