পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশে ও বিদেশের সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়য়েছেন ।এড,এম আব্দুল করিম আকবরী, প্রতিষ্টাতা সভাপতি পূর্ব রেঙ্গা হিফজুল কোরআন দাখিল মাদ্রাসা, ও পূর্ব রেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি, প্রতিদিনের আওয়াজ এর প্রকাশক, আজ শুক্রবার এক শুভেচ্ছা বার্তায় মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেন।
তিনি শুভেচ্ছা বার্তায় বলেন, লোভ-লালসা, হিংসা-বিদ্বেষসহ মনের পশুকে পরাজিত করার বাণী নিয়ে আসে ঈদুল আযহা। কুরবানী আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতায় আমাদের হৃদয়কে প্রসারিত করে। চার হাজার বছর আগে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহীম (আঃ) তাঁর সবচেয়ে প্রিয় একমাত্র ছেলে হযরত ইসমাইল (আঃ) কে কুরবানি করার উদ্দ্যোগ নেন। তবে আল্লাহর কুদরতে হযরত ইসমাইল (আঃ) এর পরিবর্তে একটি দুম্বা কোরবানি হয়। হযরত ইব্রাহীম (আঃ) এর এই ত্যাগের দৃষ্টান্ত স্মরণ করে বিশ্ব মুসলমানরা প্রতিবছর কুরবানি করে থাকে। তবে আল্লাহর পথে ত্যাগই ঈদুল আজহার প্রধান শিক্ষা। পশু জবেহ করে তা বিলিয়ে দেওয়া দান নয়,এইটা আমাদের ধর্মীয় কর্তব্য।
‘পবিত্র ঈদুল আযহার দিনে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট প্রণিপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মার উত্তরোত্তর উন্নতি, সমৃদ্ধি ও অব্যাহত শান্তি কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।’


							
							 
                    







 
 
 
 
 
 
 
 
 
 
 
 
