1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাড. আব্দুল মালিকের ইন্তেকাল, সিলেট জেলা প্রেসক্লাবের শোক

  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে


সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক পাঠাগার সম্পাদক, বাংলা টিভি’র সিলেট প্রতিনিধি কাইয়ুম উল্লাসের বড় ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) ইন্তেকাল করেছেন। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মঙ্গলবার (১১ জুন) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে দক্ষিণ সুরমার নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে শেষে নি:শ্বাস ত্যাগ করেন।
অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান) দক্ষিণ সুরমার লালাবাজার এলাকার বাহাপুর গ্রামের মৃত আব্দুল খালিক (মাখন মিয়া)-এর বড় ছেলে। তিনি সুপ্রিম কোর্ট ও সিলেট জেলা বারের স্বনামধন্য আইনজীবি ছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৪৫ বছর। অবিবাহিত জীবনে তিনি মা, ৩ ভাই, ৪ বোন, সহকর্মী ও আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বুধবার বেলা ২টায় লালাবাজার শাহী ঈদগাহে অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেটের রাজনৈতিক, আইনজীবি ও সাংবাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় সর্বস্তরের লোকজন অংশগ্রহণ করেন। পরে ঈদগাহসংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।
জেলা প্রেসক্লাবের শোক :
সিলেট জেলা প্রেসক্লাব সদস্য কাইয়ুম উল্লাসের ভাই অ্যাডভোকেট আব্দুল মালিক (সিহান)-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন।
এক শোক বার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট