1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ ও হবিগঞ্জ পুলিশ অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

 

 

আজমিরীগঞ্জ থানা ও হবিগঞ্জ পুলিশ অফিস পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি মোঃ আজিজুল ইসলাম। মঙ্গলবার (২৪ জুন ) হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ থানা ও পুলিশ অফিস (ট্রাফিক অফিসসহ) পরিদর্শন করেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (এএন্ডএফ) মোঃ আজিজুল ইসলাম।

পরিদর্শন উপলক্ষে তিনি হবিগঞ্জ জেলায় পৌঁছালে জেলা পুলিশ-এর পক্ষ থেকে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান হবিগঞ্জ জেলার পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান।

পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি থানার বিভিন্ন কার্যক্রম, রেকর্ড সংরক্ষণ, জনসেবামূলক কার্যক্রম, পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও কর্মদক্ষতা বিষয়ে পর্যালোচনা করেন। তিনি বলেন, সেবা ও শৃঙ্খলা বজায় রেখে জনগণের আস্থা অর্জনে পুলিশ সদস্যদের আরও পেশাদারিত্ব ও মানবিকতা নিয়ে কাজ করতে হবে। থানাকে হতে হবে জনগণের আশ্রয়স্থল। পরে তিনি ট্রাফিক অফিসের কার্যক্রমও ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনের সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, অফিসার ইনচার্জগণ ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট