সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সুফিয়ান আহমদ সাইফ (১৮) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাতে নগরীর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত সাইফ মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের সেলিম আহমদের ছেলে। সে চলতি বছরে এইচএসসি পরীক্ষা দিচ্ছিলো।
শনিবার বিকালে সাইফ বাড়ি ফিরার পথে ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় সিলেট থেকে আসা কারের সাথে সংঘর্ষ হয়। এতে সে মোটরসাইকেল থেকে ছিটকে দুরে গিয়ে পড়ে।
নিহত সাইফের মামা নাহিদ আহমেদ জানান, দুর্ঘটনায় তার হাত ভাঙ্গে, চোখে আঘাত পায় এবং মোটরসাইকেল ভাঙ্গা বাম্পার তার পেটে ঢুকে যায়। তাকে উদ্ধার করে সিলেট শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাকে আইসিইউ তে রাখা হয়। কয়েক ঘন্টা পর সে মারা যায়। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।