1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন

স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়েমতবিনিময় সভা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৪৫৫ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধি : জামাল বাদশা

সাতক্ষীরার শ্যামনগর অফিসার্স ক্লাবে রূপান্তর কর্তৃক ‘স্থানীয় সরকারের নির্বাচিত নারী জনপ্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। ২৪ জুলাই, বৃহস্পতিবার উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব শারিদ বীন শফিক।
উক্ত সভায় লক্ষিত অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের ১১টি ইউনিয়নের সকল নির্বাচিত নারী জনপ্রতিনিধিবৃন্দ, আদিবাসী জনগোষ্ঠীর নারী প্রতিনিধি ও সরকারি দপ্তরের স্থানীয় সরকারের সাথে কর্মরত নারী কর্মী। সভায় নারীদের উন্নয়ন এবং স্থানীয় সরকার পরিচালনার ক্ষেত্রে নারীদের সক্রিয় অংশগ্রহণ, ভুমিকা ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয়। বিশেষ করে সমন্বিত পানিসম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নারীর অংশগ্রহণ, বাঁধাসমূহ, বাঁধা উত্তরণের কৌশল সম্পর্কে বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। উক্ত অনুষ্ঠানে রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন বনানী দাশ গুপ্ত বাসন্তী (সিনিয়ার অফিসার, জেন্ডার অ্যান্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট); শহীদ হাসান নয়ন (সিনিয়ার অফিসার, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর ইন্টিগ্রেশন); এলোয়ারা খাতুন (ইউনিয়ন আউটরিচ অ্যান্ড মোবিলাইজেশন অফিসার); এবং মো: আলম চৌধুরী (কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজন);।
উক্ত সভায় প্রধান অতিথি জনাব শারিদ বীন শফিক বলেন “নারীদের স্থানীয় সরকার পরিচালনায় আরো এগিয়ে আসতে হবে, তাদের নিজেদের প্রমাণ করার এটাই উপযুক্ত সময়।“
উল্লেখ্য, এটি বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ড সরকারের যৌথ উদ্যোগে, ওয়াটারএইড বাংলাদেশ এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পরিচালিত হচ্ছে যেটি ‘গোফরইমপ্যাক্ট’ প্রকল্প নামে পরিচিত। উক্ত প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, ও আশাশুনি উপজেলা ও সাতক্ষীরা পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট