একাধিক মামলার আসামি নিষিদ্ধ সংগঠন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আব্দুর সামাদ আজাদকে ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক করে বেনাপোল ইমিগ্রেশন।
বুধবার (২৩ জুলাই ২০২৫) সকাল সাড়ে নয়টায় দিকে তাকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
আটক হওয়া মোঃ আব্দুর সামাদ আজাদের পাসপোর্ট নম্বর A13959192। সে মৌলভীবাজার জেলার ১১ং মোস্তফাপুর ইউনিয়নের , আকিব আলীর বড় ছেলে। জানা যায়, সে মেডিকেল ভিসায় ভারতে প্রবেশ করার চেষ্টা করছিলেন। পাসপোর্ট ‘স্টপলিস্ট’-এ থাকা ও একাধিক মামলার তথ্য অনুযায়ী বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, তার নামে মৌলভীবাজার সদর থানায় ৭টি মামলা রয়েছে। তিনি মেডিকেল ভিসা নিয়ে ভারত যাচ্ছিলেন।
উল্লেখ্য, একাধিক মামলার আসামি হিসেবে পাসপোর্ট স্টপলিস্টে থাকায় ইমিগ্রেশনে তার নাম ওঠে আসে। পরবর্তীতে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করে। জানা যায়, থানায় তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।