জুলাই-আগস্ট ২০২৪ এর ছাত্রজনতার গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে কানাইঘাট উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে গণমিছিল পরবর্তী পথসভা অনুষ্ঠিত হয়েছে। কয়েক হাজার জামায়াত-শিবিরের নেতাকর্মীদের অংশগ্রহণে গণমিছিলটি মঙ্গলবার ৫ আগস্ট বিকেল ৩টায় উপজেলা পরিষদ গেইট থেকে শুরু করে মিছিলটি থানা রোড, রামিজা বালিকা পয়েন্ট হয়ে কানাইঘাট বাজার প্রদিক্ষণ করে উত্তর বাজারে এসে পথসভায় মিলিত হয়।
২০২৪ এর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর দীর্ঘ ১৫ বছর পর কানাইঘাট পৌর শহরে জুলাই গণঅভ্যূত্থানের বর্ষপুর্তি উপলক্ষে বড় ধরনের শো-ডাউনের আয়োজন করে কানাইঘাট জামায়াত ইসলামি। মিছিলে তাদের দলীয় প্রতীক দাড়ি-পাল্লা, জাতীয় পতাকা, দলীয় পতাকা সহ নানা ধরনের প্লেকার্ড বহন করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। মিছিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিজার ছিল। গণমিছিলের নেতৃত্ব দেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফিজ মাওলানা আনোয়ার হোসেন খাঁন সহ জামায়াত নেতৃবৃন্দ।
পৌর জামায়াতের আমীর মাও. আব্দুল করিমের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. মাস্টার ফয়সাল আহমদ ও সেক্রেটারী হাফিজ মাও. তাজ উদ্দিনের যৌথ পরিচালনায় গণমিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর হাফিজ আনোয়ার হোসেন খাঁন বলেন।
পথসভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সিলেট জেলা জামায়াতের সূরাহ সদস্য মাওলানা ফয়জুল্লাহ বাহার, জেলা জামায়াতের এ্যাসিস্টেন্ট সেক্রেটারী মাওলানা মাসুক আহমদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী মাও. নিজাম উদ্দিন খান, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন, নায়েবে আমীর মাওলানা শরিফ আহমদ, সাতবাঁক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আবু তায়্যিব শামীম, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা লোকমান উদ্দিন, পৌর জামায়াতের সেক্রেটারী মাও. ইকবাল হোসেন, ইসলামী ছাত্রশিবিরের সিলেট জেলার সাবেক সভাপতি মারুফ আহমদ, প্রবাসী কমিউনিটি নেতা জুনেদ আহম, শিবিরের গাছবাড়ী সাথী শাখার সভাপতি জায়েদ আহমদ প্রমুখ।
পথসভায় জুলাই গণঅভ্যূত্থানের পটভূমি তুলে ধরে সঙ্গীত পরিবেশন করেন, সুরমা সাহিত্য সংসদের শিল্পিবৃন্দ।