1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

সিলেটে অনুষ্ঠান থেকে জুলাইযোদ্ধাকে বের করার প্রতিবাদে বিক্ষোভ।

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

প্রতিদিনের আওয়াজ  ডেস্ক

 

 

সিলেটে জেলা প্রশাসনের জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে জুলাইযোদ্ধা সেলিম আহমদকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম থেকে তাঁকে বের করে দেওয়া হয়।

সেলিম জুলাই আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হন। তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য। সেলিমের অভিযোগ, জুলাইয়ের শহীদ সাংবাদিক এ টি এম তুরাবের ভাই জাবুরসহ কয়েকজন মিলে তাঁকে মারধর করে বের করে দেন।

অভিযোগের বিষয়ে আবুল হাসান মোহাম্মদ আজরফ জাবুর বলেন, ‘চিৎকার-চেঁচামেচি শুনে মঞ্চ থেকে নিচে আসি। দেখি, এনসিপির ছেলেরা তাঁকে (সেলিম) নিয়ে বিদ্রূপ করছে। সামাল দিতে গিয়ে তাঁকে আমি অনুষ্ঠানস্থল থেকে বের করে দিই। পরে নগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী আমাকে ফোন দিয়েছিলেন। আমি বলেছি, সেলিমের সঙ্গে আমার কোনো বিবাদ নেই।’

এদিকে, সেলিমকে বের করে দেওয়ার একাধিক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক, যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা। বিকেলে মিছিলটি শিবগঞ্জ থেকে শুরু হয়ে নাইওরপুল পয়েন্টে সমাবেশ করে।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল বলেন, জেলা প্রশাসনের অনুষ্ঠানে চোখ হারানো জুলাইযোদ্ধা সেলিমকে লাঞ্ছনা করেছে বটবাহিনীর সদস্যরা। তাদের ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সেলিমকে নিরাপত্তা দিতে ব্যর্থতার জন্য প্রশাসনকে দুঃখ প্রকাশের আহ্বান জানান তিনি।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফছর খান, সাবেক সদস্য সচিব আজিজুল হোসেন আজিজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস সামাদ তুহেল, সাবেক ছাত্রদল নেতা প্রবাসী জাকারিয়া আরেফিন ফয়সল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট