
স্টাফ রিপোর্ট ::
শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।
বৃহস্পতিবার উপজেলার বুধবারিবাজার ইউনিয়নের আল এমদাদ উচ্চ বিদ্যালয় ও চন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। এসময় শিক্ষার্থীদের ফলাফল উন্নয়নে বিশেষ উদ্যোগ, সহশিক্ষা কার্যক্রম ও নৈতিক শিক্ষা জোরদারসহ অভিভাবক ও শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিতকরণের তাগিদ প্রদান করান।
উপজেলা নির্বাহী অফিসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে মিশে কথা বলেন। এসময় তাঁকে কাছে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বসিত দেখা যায়।
উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, প্রতিটি বিদ্যালয়ে শৃঙ্খলা, পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের কর্মতৎপরতা বাড়াতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। প্রতিটি শিক্ষার্থীকে যোগ্য, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ও গোলাপগঞ্জের শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।