সাতক্ষীরা প্রতিনিধি: জামাল বাদশা
শ্যামনগরে আজ ১০ই সেপ্টেম্বর ২০২৫ বুধবার সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় পরিত্রাণ আয়োজনে ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহযোগীতায় শ্যামনগর পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বেলা ১১ টায় ওয়াই-মুভস প্রকল্পের আওতায় 'যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক' কমিউনিটিতে ইন্টারজেনারেশনাল ডায়ালগ-২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ এর প্যানেল চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য মিনা হাবিবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যামনগর; মো. বিপ্লব হোসেন, সেকেন্টে অফিসার, শ্যামনগর থানা; প্রনব বিশ্বাস, উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার; মো. জনিমুল ইসলাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার; মো. রফিকুল ইসলাম, ইউএফপিএ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শ্যামনগর; সম্পাদক; জাহিদ সুমন, সহসভাপতি, শ্যামনগর উপজেলা প্রেসক্লাব; তাবাসসুম মাশিয়া তমা, এনসিটিএফ সাংগঠনিক; সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক এর সদস্য পিযুষ বাউলিয়া ও মো. হাফিজুর রহমান।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ সদস্য, সুন্দরবন কোষ্টাল নেটওয়ার্ক প্রতিনিধি, উপজেলা এনসিটিএফ সদস্যবৃন্দ, শিক্ষক, পুরোহিত, সেকমো, সাংবাদিক, অভিভাবক, এনসিটিএফ ভলান্টিয়ার সাগরিকা সরকার প্রমুখ। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রোগামের বিষয় বস্তু উপস্থাপন ও প্রোগ্রাম সঞ্চালনা করেন পরিত্রাণ এর প্রজেক্ট অফিসার নয়ন কুমার গাইন।