গোলাপগঞ্জ সংবাদদাতা
গণঅধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু)র সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে গোলাপগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর শহরে এই মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়। পৌর শহরের সিলেট জকিগঞ্জ রোডে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিনের পর পূণরায় মশাল মিছিলটি সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি মাহবুবুল আলম। যুবঅধিকার পরিষদ সিলেট জেলার সহ সাধারণ সম্পাদক অলি আহমদের সঞ্চালনায়
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির সমন্বয়ক এবং সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের দলের মনেনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান। এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আ’লীগ এদেশে ঠিকে থাকতে পারেনি। তাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ূল এদেশে থাকতে পারবেনা। এড. জাহিদ বলেন, যারা ২৪এর গণঅভ্যুত্থান মেমে নিতে পারেনি তারাই ভিপি নুরের উপর হামলা করা হয়।
বক্তব্য রাখেন সিলেট জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি জুবায়ের আহমদ তোফায়েল, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, যুবঅধিকার পরিষদ সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাহেদ আহমদ ছামি, গোলাপগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব সুহেল আহমদ ও গোলাপগঞ্জ উপজেলা নারী অধিকার পরিষদের সদস্য সচিব দিলারা বেগম।
বিক্ষোভ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ এবং জাতীয় পার্টিসহ ১৪ দলীয় জোটের রাজনীতি নিষিদ্ধেরও দাবি জানানো হয়।
এসময় বক্তারা বলেন, ‘গণতন্ত্র রক্ষায় আন্দোলনের বিকল্প নেই। দেশের জনগণের অধিকার হরণকারীদের বিচার একদিন হবেই। আমরা যেকোনো অন্যায়-অত্যাচার ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ। অবিলম্বে নুরুল হক নুরসহ কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর জাতীয় পার্টি, যৌথ বাহিনীর নামে আওয়ামী দোসরদের অতর্কিত হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্রারের জানাচ্ছি। নতুন দেশে আপামর জনসাধারণকে সাথে গণঅধিকার পরিষদ দেশজুড়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে।’
সমাবেশে উপজেলা গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদে, নারী অধিকার পরিষদ ও অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।