1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১০:০১ অপরাহ্ন

অবশেষে নিবন্ধন পাচ্ছে এনসিপি

  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

 প্রতিদিনের আওয়াজ ডেস্ক.

 

 

রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের প্রাথমিক শর্ত পূরণ করায় নিবন্ধন পাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তবে এনসিপির প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে নেয়া হবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে ১৪৩টি দল আবেদন করে। সেখান থেকে প্রাথমিক পর্যায়ে ২২টি বাছাই করা হয়েছে। অনুসন্ধান শেষে এনসিপি ও জাতীয় লীগ প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে।’

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, ‘তিনটি দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। সেগুলো হলো-বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি, জাসদ (শাহজাহান সিরাজ)।’

এছাড়াও আর ৯টি দলের কার্যকারিতার বিষয়ে অধিকতর তদন্ত করা হবে বলেও জানান তিনি। দলগুলো হলো-আমজনতার দল, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্ক্স), বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, মৌলিক বাংলা, জনতা পার্টি বাংলাদেশ, ভাসানী জনশক্তি পার্টি ও বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ।

অন্যদিকে তথ্য না দিতে পারায় ৭টি দলের নিবন্ধন বাতিল করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব। দলগুলো হলো-ফরোয়ার্ড পার্টি, বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী-সিপিবি এম), জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ সলুশন পার্টি ও নতুন বাংলাদেশ পার্টি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট