সাতক্ষীরা প্রতিনিধি : জামাল বাদশা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহযোগিতায় স্থানীয় সরকার পর্যায়ে জলবায়ু সহনশীল সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করণে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় সোমবার সকাল ১০.০০ ঘটিকায় ভুরুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে রূপান্তর এর আয়োজনে এ সংলাপে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ভুরুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হোসেন আলী ।
উক্ত সংলাপে আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগন সহ ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা,ইউনিয়নের বিভিন্ন প্রান্তের গণ্যমান্য ব্যক্তিবর্গ, এন জিও প্রতিনিধি গন ।
এসময় অংশগ্রহণ কারীগন তাদের বক্তব্যে বলেন গোফরইমপ্যাক্ট কর্মসূচি তৃণমূল পর্যায়ে সমন্বিত পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উপর বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনা ও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
উক্ত সংলাপের কার্যক্রম পরিচালনা করেন রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রকল্পের UOMO মোঃ শোকর আলী।