গোলাপগঞ্জ সংবাদদাতা
জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, কিছু কিছু দল নিজের ভোট বাড়াতে মুসলমানের মধ্যে বিভাজন সৃষ্টি করতে মরিয়া হয়ে উঠছে৷ তার নিজেকে ইসলামপন্থী দাবি করেন। কিন্তু এই দেশের ইতিহাসে, বিএনপি এবং জিয়া পরিবার দেশে ইসলাম এবং মুসলিমদের জন্য যা করেছেন এই তথাকথিত ইসলামপন্থীরা কখনে করতে পারেনি।
তিনি বুধবার গোলাপগঞ্জের শরীফগঞ্জ ইউনিয়নের গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তামিম ইয়াহয়া আহমদ বলেন,নবিগত ১৭ বছর বাংলাদেশ এক দুর্যোগময় মূহুর্তের মধ্যদিয়ে অতিক্রম করেছে। দেশের মানুষকে ফ্যাসিসৃট হাসিনা অক্টোপাসের মতো ঘিরে ধরেছিল। মানুষের স্বাধীনতা কেড়ে নিয়েছিল। গুম খুন আর লুটপাটে তারা ব্যস্থ ছিল। বিএনপির নেতাকর্মীদের গায়েবি মামলা দিয়ে হয়রানি করেছিল। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল। কিন্ত মানুষ ১৭ বছর পর তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে। মানুষ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠনের জন্য সংসদে পাঠাবে। আগামী নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষে ভোট ূদেয়ার আহবান জানান তিনি।
বুধবার রাত (৮অক্টোবর) উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফয়া বাস্তবায়নের লক্ষ্যে জনমত গঠনে এলাকাসীর সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। শরীফগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের, পনাইরচক গ্রামের রুহেল সাহেবের বাড়ি এই সভা অনুষ্টিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মইজ উদদীন আহমদ বলাই। সুহেল আহমদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল ইসলাম
বিশিষ্ট মুরুববি চুনু মিয়া, সাহবাজ উদদীন, মিনহাজ আহমদ, লিলু মিয়া, সাহেদ আহমদ, লালাই মিয়া ও সুহেল রেজা।
সভার শুরুতে কোরআন তিলাওয়াত: করেন আলাউদ্দিন আহমদ।