সাতক্ষীরা প্রতিনিধিঃ জামাল বাদশা
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গোফরইমপ্যাক্ট কর্মসূচির সহযোগিতায় স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের অংশীদারিত্ব, পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সরকার ও বেসরকারি খাতের সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। গোফরইমপ্যাক্ট কর্মসূচির আওতায় সুইজারল্যান্ড, ওয়াটারএইড বাংলাদেশ-সুইসকন্টাক্ট বাংলাদেশ কনসোর্টিয়ামের যৌথ সহযোগীতায় মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় শ্যামনগর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে রূপান্তরের আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হুদা-উপজেলা কৃষি অফিসার , এম আব্দুস সামাদ-উপজেলা প্রকৌশলী এবং উক্ত সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, উদ্যোক্তা, বাজার কমিটির সদস্য,ব্যবসায়ী সমিতির প্রতিনিধি, স্যানিটারী ব্যবসায়ী প্রতিনিধি, সার ও কীটনাশক ব্যবসায়ী, ব্যাংক কর্মকর্তা, লোন অফিসার, RO প্লান্ট মালিক, সহ WE WE গ্রুপের প্রতিনিধিগন।
উক্ত কর্মশালায় বিস্তারিত আলোচনা করেন মোঃ সাইদুজ্জামান পুলক-প্রাইভেট সেক্টর এংগেজমেন্ট স্পেশালিস্ট, গোফরইমপ্যাক্ট, ওয়াটারএইড বাংলাদেশ, মোঃ ইরফান আহমেদ খান-অপারেশন ম্যানেজার, গোফরইমপ্যাক্ট, ওয়াটারএইড বাংলাদেশ। উক্ত কর্মশালা সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করেন মোঃ আলম চৌধুরী, কোর্ডিনেটর সাব ডিস্ট্রিক্ট লিয়াজো, গোফরইমপ্যাক্ট কর্মসূচি, শ্যামনগর ও পরিচালনায় ছিলেন বনানী দাশগুপ্ত বাসন্তী, সিনিয়র অফিসার জেন্ডার এন্ড স্টেকহোল্ডার এনগেজমেন্ট, সহযোগিতায় ছিলেন জোহরা খাতুন মীরা-কোর্ডিনেটর ক্যাপাসিটি বিল্ডিং এবং শহীদ হাসান নয়ন, সিনিয়র অফিসার- সলিড ওয়েষ্ট ম্যানেজমেন্ট এন্ড প্রাইভেট সেক্টর ইন্ট্রিগেশন।