হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন ২০নং চা-বাগান টি পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
র্যাব জানায়, ওই এলাকায় পরিত্যক্ত যাত্রী ছাউনির সামনে কয়েকজন ব্যক্তি গাঁজা ক্রয়-বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে র্যাব সদস্যরা সেখানে অবস্থান নেয়। রাত ৯টা ২০ মিনিটের দিকে উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে র্যাব তিনজনকে আটক করে এবং একজন পালিয়ে যায়। পরে তাদের হেফাজতে থাকা বস্তা তল্লাশি করে ৬টি প্যাকেটে মোড়ানো মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— চুনারুঘাট উপজেলার চাঁনপুর গ্রামের উজ্জল কৃষ্ণ গোয়ালার ছেলে অমিত কৃষ্ণ গোয়ালা (১৯), কমল তাতীর ছেলে সুকন তাতী (১৯), এবং কানন্দ্র রিকিয়াশনের ছেলে রুহিত রিকিয়াশন (১৮)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের পর মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।