
প্রেস রিলিজ
সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, শুধু শিক্ষিত হলে হবেনা। কারন শিক্ষিতরাই বিগত ১৭ বছর এই দেশকে লুটেপুটে ধ্বংসের প্রান্তে নিয়ে গেছেন। এর জন্য একাডেমিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহপ্রীতি এবং দেশপ্রেম থাকতে হবে। যার ভিতরে ধর্মীয় মূল্যবোধ এবং দেশপ্রেমের মিশ্রণ থাকে তাদের হাতে দেশ সুরক্ষিত থাকবে, জনগনের জান মাল নিরাপদ থাকবে।
তিনি বৃহস্পতিবার দক্ষিণ সুরমার রাউতকান্দির রেঙ্গা আশুগঞ্জ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত দাতা সদস্যদের স্বরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এসময় তামিম আরও বলেন – এই প্রজন্মের সুযোগ সুবিধা বিগত প্রজন্মের হাজারো সপ্নের উপর দাড়িয়ে আছে, তাই এই বাস্তবতা মেনে, সুযোগ কে কাজে লাগাতে হবে। এফ ইসলাম ফয়েজ, হাজী নজির আহমদ, আব্দুর রাজ্জাক চান মিয়া, হাজী নুর মিয়া ও মতিউর রহমান প্রমূখ এর স্বরণে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাউৎকান্দি উন্নয়ন সংস্থা আন্তর্জাতিক গ্রুপ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন: ম্যানেজমেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ গৌস উদ্দিন। এতে বিশেষ অতিথি ছিলেন মৌলানা হাফিজ মনজুর আহমদ। বক্তব্য রাখেন, ওলী আহমদ , আব্দুল আহাদ মেম্বার , আং বাছিত ,হাফিজ খসরুজ্জামান ও,শাহেদ আহমদ।