হবিগঞ্জের মাধবপুরে অবৈধ বালু উত্তোলন ও পাচারবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে প্রশাসন। গত ১০ মাসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ৪৪টি অভিযানে ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় ও ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে ২৫টি ড্রেজার মেশিন অপসারণ, ৪টি জব্দ, প্রায় ১০ হাজার ফুট পাইপ ধ্বংস এবং ২৩টি ট্রাক্টর ও ২টি এক্সকাভেটর আটক করা হয়েছে। পাশাপাশি ৭টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “অবৈধ বালু উত্তোলনে জড়িতদের কোনো ছাড় নেই, অভিযান চলবে।”
ইউএনও জাহিদ বিন কাশেম জানান, “নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।”
স্থানীয়দের মতে, এ কঠোর অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে এবং অবৈধ বালু ব্যবসা বন্ধের আশা জেগেছে।