হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর বিশেষ অভিযানে ৬০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ নভেম্বর) ভোরে র্যাব-৯ সিপিসি-৩ হবিগঞ্জ ক্যাম্পের একটি দল রসুলপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টা ৫০ মিনিটে অভিযানে গিয়ে র্যাব সদস্যরা পালানোর সময় মো. ইব্রাহিম মিয়া টিটু (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার হেফাজতে থাকা সাতটি পাটের বস্তা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি রসুলপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বলেন, “ইব্রাহিম দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করছিলেন। গ্রেফতার ইব্রাহিমকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।











