1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সরকার পতনের পর প্রতিহিংসাবশত জলিলুর রহমানের বাড়িতে হামলা

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৪২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

৫ আগস্ট ২০২৪ ইংরেজী আওয়ামী লীগ সরকার পতনের পরদিনই সিলেটে মোঃ জলিলুর রহমান নামে এক নিরীহ ব্যক্তির বাড়িতে হামলা, ভাঙচুর ও পরিবারের এক সদস্যকে অপহরণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে একদল দুর্বৃত্ত জলিলুর রহমানের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা-জানালা ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে। হামলাকারীরা মান্না বেগমকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে, তবে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তারা পালিয়ে যায়।

জলিলুর রহমান জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। সম্পূর্ণ প্রতিহিংসাবশত ও পরিকল্পিতভাবে তার পরিবারকে টার্গেট করা হয়েছে। “আমাদের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই, তারপরও আমাদের ওপর অন্যায়েরভাবে আক্রমণ চালানো হয়েছে,” বলেন তিনি।

ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে এবং সাধারণ মানুষ নিরাপত্তা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট