1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠান।

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

 

সাতক্ষীরা প্রতিনিধিঃ জামাল বাদশা

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসাবে বাংলাদেশ সহ বিশ্বজুড়ে এই দেবস পালিত হয়ে আসছে এই উপলক্ষে।

সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বর্ণাঢ্য র‍্যালি আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক দলের সভাপতি রোকনুজ্জামান রফিক’র সভাপতিত্বে ১ মে বৃহস্পতিবার সকাল ১০ টার সময় শ্যামনগর মাইক্রোস্টান্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শ্যামনগর উপজেলার ১২ টি ইউনিয়ন থেকে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীরা জড়ো  হতে থাকে। পরে ও পথ সভার আয়োজন করে, বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা বিএনপির আহবায়ক মোঃ সোলাইমান কবির,শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জনাব আলমগীর কবির, সাবেক যুগ্ন আহবায়ক আব্দুল অহব, যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু,
যুবদলের সদস্য সচিব নাজমুল, টুটুল, আব্দুর রশি,
শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ,

১৮৮৬সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য ও দৈনিক (সর্বোচ্চ) আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে শ্রমিকেরা যে আত্মাহুতি দিয়েছিলেন—তাদের সেই আত্মত্যাগের সম্মানে বাংলাদেশসহ সারা বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

দিবসটির গুরুত্ব তুলে ধরে সকল গণমাধ্যম বিভিন্ন লেখা প্রকাশ ও অনুষ্ঠান প্রচার করছে। মহান মে দিবসে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ৮০টি দেশে জাতীয় ছুটির দিন। আরো অনেক দেশে এটি বেসরকারিভাবে পালিত হয়।

দিবসটির আন্তর্জাতিক স্বীকৃতি বিশ্বজুড়ে শ্রমিক শ্রেণির মাঝে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। মালিক-শ্রমিক সম্পর্কে এই দিবসের তাৎপর্য ও প্রভাব সুদূরপ্রসারী। এর ফলে শ্রমিকদের দৈনিক কাজের সময় নেমে আসে আট ঘণ্টায়। সারা বিশ্বের শ্রমিকরা তাদের শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেন। তারা নিজেদের অধিকার আদায়ে সফল হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট