1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

আওয়ামী লীগ সরকার পতনের পর সিলেটে ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর এবং তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৫৮ বার পড়া হয়েছে

 

সিলেট প্রতিনিধি

৫ আগস্ট ২০২৪ আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সিলেটের জালালাবাদ কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজের বাড়িতে বিএনপি-জামায়াতের লোকদের দ্বারা ভাঙচুরের ঘটনা ঘটে এবং তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামীলীগ সরকার পতনের পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনা ও সংঘাতপূর্ণ পরিস্থিতির মধ্যে আব্দুল আজিজের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়। উক্ত হামলা স্থানীয় বিএনপি-জামায়াতের আতাতে হয়েছে বলে জানা যায়। এতে ছাত্রলীগ নেতা আব্দুল আজিজের বাড়ির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে পড়েন। ঘটনার পর থেকেই ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করতে থাকে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে প্রথম মামলা দায়ের করা হয়

জালালাবাদ থানায়। যাহা জালালাবাদ থানার মামলা নং- ১২, তারিখ- ১৪/০৮/২০২৪ ইংরেজি, যার সংশ্লিষ্ট জিআর মামলা নং- ১১৯/২০২৪ ইংরেজি। একই ঘটনার ধারাবাহিকতায় দ্বিতীয় মামলা দায়ের করা হয় কোতোয়ালী থানায়। যাহার কোতোয়ালী থানার মামলা নং- ২৫, তারিখ- ০৯/০৯/২০২৫ ইংরেজি, যার জিআর মামলা নং- ৪২৪/২০২৫ ইংরেজি।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকার পতনের পর এলাকায় রাজনৈতিক বিভাজন আরও তীব্র আকার ধারণ করে। বিশেষ করে ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঘিরে বিভিন্ন স্থানে হামলা, মামলা ও হয়রানির অভিযোগ উঠে আসে। আব্দুল আজিজের বাড়িতে ভাঙচুরের ঘটনাও সেই রাজনৈতিক প্রতিক্রিয়ার অংশ বলে তারা মনে করছেন।

এদিকে আব্দুল আজিজের পরিবার দাবি করেছে, তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিবারের সদস্যদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট