1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন যখনই অনুষ্ঠিত হোক না কেন, নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলো প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ রবিবার (১৫ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা নির্বাচন কমিশনের যেকোনো চাহিদা অনুযায়ী প্রস্তুত রয়েছি। মাঠপর্যায়ের সব আইন প্রয়োগকারী সংস্থাকে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী তারা নিয়োজিত হবে।”

তিনি আরও জানান, নির্বাচনের সময় সহিংসতা বা বিশৃঙ্খলা রোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সহিংসতার ঝুঁকি থাকলে আগেই ব্যবস্থা নেওয়া হবে।

বৈঠকে বিভিন্ন নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং তারা চলমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। এ ছাড়াও নির্বাচন-পরবর্তী সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করেন, “দেশের জনগণ যাতে নিরাপদে ও স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করছে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট