1. protidinerawaz@gmail.com : প্রতিদিনের আওয়াজ : প্রতিদিনের আওয়াজ
  2. info@www.protidinerawaj.com : প্রতিদিনের আওয়াজ :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামী ২৪ ঘন্টার মধ্যে ভূমিদস্যুদের গ্রেফতার ও দাউদকান্দি থানার ঘুষখোর এস আই সিদ্দিকের বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত সিলেটে বিএনপির শতাধিক মনোনয়ন প্রত্যাশী ঢাকায় গোলাপগঞ্জে ৩১ দফা নিয়ে উঠোন বৈঠক তারেক রহমান ঘোষিত ৩১দফা দেশের উন্নয়নের একমাত্র মূলমন্ত্র–তামিম ইয়াহয়া জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় ২৫ দল, কারা গেল, কারা যায়নি পিআর পদ্ধতিতে নির্বাচন ভোটের নামে জনগনের সাথে তামাশার শামিল তামিম ইয়াহয়া তারেক রহমানের ৩১ দফা বার্তা নিয়ে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের গ্রামে গ্রামে যাচ্ছেন তামিম ইয়াহয়া বিএনপি সবসময় উন্নয়নের বিশ্বাসী – তামিম ইয়াহয়া ভোটারদের পছন্দে এগিয়ে কোন দল, উঠে এলো জরিপে স্থানীয় জনপরিসেবায় বেসরকারি খাতের অংশীদারিত্ব: পানী ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ৪২৭ কিলোমিটার মহাসড়কে বছরে ৪০৬ দুর্ঘটনা, নিহত ২৯০

আগামী ২৪ ঘন্টার মধ্যে ভূমিদস্যুদের গ্রেফতার ও দাউদকান্দি থানার ঘুষখোর এস আই সিদ্দিকের বিচারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

কামাল খান
আগামী ২৪ ঘন্টার মধ্যে ভূমিদস্যুদের গ্রেফতার ও দাউদকান্দি থানার ঘুষখোর এস আই সিদ্দিকের বিচারের দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের উদ্যোগে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানবন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন আকাশ বলেন, “পুলিশ জনগণের বন্ধু, অপরাধীর শত্রু। অথচ বর্তমানে দেখা যায় পুলিশ অপরাধীদের বন্ধু ও জনগণের শত্রু। তাই যদি তা না হয়, তাহলে কিভাবে দাউদকান্দি থানার গৌরীপুর পুলিশ ফাঁড়ির এস আই সিদ্দিকের সামনে সাংবাদিক মুন্নি শেখকে পিটিয়ে হাত ভেঙে দেওয়া হলো? পুলিশ ওই ভূমিদস্যুকে গ্রেপ্তার করে ফাঁড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু ভুক্তভোগী সাংবাদিকের মামলা না নিয়ে উল্টো মোটা অংকের টাকার বিনিময়ে আটককৃত ভূমিদস্যুকে ছেড়ে দেওয়া হয়। এটি কোনো ভালো উদাহরণ নয়। আশা করছি, অতি দ্রুত কুমিল্লা জেলার পুলিশ সুপার বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আগামী ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিবেন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা মোঃ কামাল খান, সাংবাদিক নেতা এইচ এম হাকিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শামীম মিয়া, সাংবাদিক নেতা মইনুল হাসান, সাংবাদিক এম এ আকাশ সহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয় সাংবাদিক সংস্থা ট্রাস্টের ঢাকা মহানগর সভাপতি মোঃ মাহবুব ও সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির প্রচার ও মিডিয়া বিষয়ক সম্পাদক তানজিরুল ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন,সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ও ঢাকা প্রেসক্লাবের সদস্য, এবং দৈনিক ভোরের কণ্ঠ সিনিয়র রিপোর্টার জনাব কামাল খান, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,মামুন আহমদ ফিরোজ।
ঘটনার বিবরণে জানা যায়।
কুমিল্লা জেলার দাউদকান্দিতে সাংবাদিক মুন্নি শেখকে প্রকাশ্যে মারধর ও পরে টাকা নিয়ে আসামিকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে গৌরীপুর পুলিশ ফাঁড়ির এস আই সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।
ভুক্তভোগী সাংবাদিক মুন্নি শেখ অভিযোগ করেন, দাউদকান্দি উপজেলার তার পৈতৃক সম্পত্তি দখল করেছে ভূমিদস্যু পলি বেগম, তার জামাই রব, ইকরাম আলম ও হুমায়ুন গং। নিরুপায় হয়ে তিনি কুমিল্লা আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে দাউদকান্দি থানা তদন্তের দায়িত্ব দেয় গৌরীপুর পুলিশ ফাঁড়িকে।গত বৃহস্পতিবার দুপুরে তদন্তের জন্য সাংবাদিক মুন্নি শেখকে ঘটনাস্থলে উপস্থিত হতে বলা হয় এস আই সিদ্দিকের মাধ্যমে। কিন্তু তিনি অনেক দেরিতে পৌঁছালে তার সামনে পলি বেগমের জামাই রব, একরাম আলম ও হুমায়ুন গং হামলা চালায়।বেধড়ক ভাবে মারধর করে সাংবাদিক মুন্নি শেখ গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
পরে এস আই সিদ্দিক হামলার মূল আসামি রবকে ‘জামাই আদরে’ ফাঁড়িতে নিয়ে যান। অভিযোগ অনুযায়ী, রাত ১১টার পর পর্যন্ত কোনো মামলা না নিয়ে টাকার বিনিময়ে আসামিকে ছেড়ে দেওয়া হয়। এ বিষয়ে প্রশ্ন করলে এস আই সিদ্দিক সাংবাদিককে জানান, “তাকে অন্য মামলায় আনা হয়েছিল, আপনার মামলায় নয়।”
আরও অভিযোগ, রাত ১২টা পর্যন্ত সাংবাদিক মুন্নি শেখকে ফাঁড়িতে পানিতে বসিয়ে রেখে মানসিক নির্যাতন চালানো হয়। পরে তাকে গুরুতর অবস্থায় কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর এলাকাবাসী ও সাংবাদিক সমাজ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসআই সিদ্দিকের ঘুষবাণিজ্য ও প্রভাবশালীদের প্রশ্রয়ে গৌরীপুরে ন্যায়বিচার পাওয়া যাচ্ছে না।” তারা দ্রুত দায়ীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট